KISHORE JAGAT / RNI Regd. No. 32904/78 / WBBEN 10218
KISHORE JAGAT / RNI Regd. No. 32904/78 / WBBEN 10218
১৯৭২সালে আগষ্ট মাসে কল্পনা সুরের সম্পাদনায় এবং ধীরেন্দ্রনাথ সুরের উদ্যেগে ছোটদের জন্য প্রকাশিত হয় ছোটদের কথা সচিত্র মাসিক পত্রিকা। কলকাতার বাইরে মফঃস্বল শহর থেকে ছোটদের জন্য এই প্রয়াস সেটাই প্রথম। পত্রিকার সাইজ ১/৮ ক্রাউন। চার কালারের প্রচ্ছদ। প্রচ্ছদ শিল্পী অবি সরকার। মুদ্রক বর্ধমানের বোরহাটস্থিত শ্রীলেখা আর্ট প্রেস। ৪৮পৃষ্ঠার পত্রিকা। মূল্য পঞ্চাশ পয়সা। এরপর সেপ্টেম্বর মাসে শারদ সংখ্যা। তারপর দিল্লীর আর এন আই রেজিস্ট্রেশনে ছোটদের জগৎ নাম অনুমোদন না পাওয়ায় ছোটদের কথা নামে নভেম্বর ১৯৭২ থেকে নিয়মিত প্রকাশিত হতে থাকে ছোটদের কথা। প্রথম সংখ্যাই কলকাতার প্রথম সারির দৈনিকে প্রশংশিত হয়। বিশেষ নজরে পড়ে সত্যযুগ পত্রিকার ছোটদের বিভাগ নয়া পাঠশালার পরিচালক মাষ্টারদা তথা বিশিষ্ট ছড়াকার হরেন ঘটক মহাশয়ের। তিনি নয়া পাঠশালায় মাষ্টারদার পুরো চিঠিটা লেখেন ছোটদের কথা নিয়ে এবং ছোটদের পত্রিকাটি পড়ার আবেদন করেন। পাঁচ বছরের ধারাবাহিক সাফল্যে উৎসাহিত হয়ে ধীরেন্দ্রনাথ সুর উদ্যেগ নেন কিশোর পাঠ্য একটি পত্রিকা প্রকাশের। কিছুদিনেব মধ্যেই তাঁর দুঃসাহসী পরিকল্পনা বাস্তবায়িত হয়ে আত্মপ্রকাশ করে কিশোর পাঠ্য সান্ধ্য দৈনিক কিশোর জগৎ ৫এপ্রিল ১৯৭৮ এ।
সান্ধ্য দৈনিকের সম্পাদকীয় শুরু হয় ১৯৪৮ সালে ৫এপ্রিল প্রখ্যাত শিশু সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত প্রথম কিশোর পাঠ্য দৈনিক পত্রিকা কিশোর কে স্মরণ করে। কয়েকজন উৎসাহী কিশোর এই পত্রিকার কিশোর সাংবাদিকের কাজে হাত লাগায়। ছোটদের কথা প্রকাশনীর পক্ষে সম্পাদক ধীরেন্দ্রনাথ সুর কর্তৃক প্রকাশিত ও সাধনা প্রেস থেকে মুদ্রিত হয়। কিশোর জগৎ টাইটেল ডিজাইন করে দেন শিল্পী অবি সরকার। পত্রিকা প্রতি সন্ধ্যায় বর্তমান সাইজের চার পৃষ্ঠা করে ছাপা হত। রবিবারে বিশেষ সাহিত্য বিষয় নিয়ে লেখা গল্প ছড়া প্রবন্ধ থাকত কিশোর উপযোগী নিম্নলিখিত বিভাগ থাকত।
নিয়মিত ১৮টি সংখ্যা প্রকাশিত হয়ে আপাতত সান্ধ্য দৈনিকের প্রকাশ বন্ধ করতে হয়। এর মধ্যেই আর এন আই এবং পোষ্টাল রেজিস্ট্রেশনও পাওয়া গিয়েছিল। এখানেই কিশোর জগৎ সান্ধ্য দৈনিকের পর্ব শেষ করব শেষ সংখ্যাটি বর্তমান পাঠকদের জন্য আপলোড করে। এর পরে দ্বিতীয় পর্বে থাকবে সাপ্তাহিক পর্ব।
প্রথম পর্বে ৫এপ্রিল ১৯৭৮ থেকে ২৯এপ্রিল ১৯৭৮ ১৮টি সংখ্যা সান্ধ্য দৈনিক হিসেবে প্রকাশিত হবার পর সেই সময়ের কিশোর জগতের সঙ্গে যুক্ত কিশোরদের দাবি এবং এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে তোলার অঙ্গীকরের আদর্শের তাগিদে কিশোর জগৎ-এর অকাল মৃত্যু হল না। সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হতে থাকল ১৪সেপ্টেম্বর ১৯৭৮ থেকে। প্রথম তিনটি সংখ্যা সান্ধ্য দৈনিকের সাইজে ছাপা হয়। তারপর ১/২ক্রাউন সাইজে ছাপা হতে থাকে। একটানা ৬বছর পৃথিবীর জলহাওয়ায় কিশোর জগৎ-এর শৈশবটা কাটল বটে কিন্তু কৈশোরে পা দিতে পারল না। ১৯৮৩সালের নভেম্বর থেকে মোটা অঙ্কের ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে থেমে গেল ৬বছরের শিশুর কলকাকলি। (নীচে সাপ্তাহিক হিসেবে ১ম বর্ষের কিশোর জগৎ প্রথম পাতা ও শেষ পাতার স্ক্যান কপি দিলাম।) এর পর তৃতীয় পর্ব দিয়ে শেষ হবে।।
১৯৭৮ থেকে ১৯৯৩ সালের নভেম্বর পর্যন্ত টানা ছ’বছর সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হবার পর মোটা অঙ্কের ঋণের বোঝা যাথায় চাপিয়ে বন্ধ হয়ে গেল কিশোর জগৎ। সাময়িকভাবে আবার রুদ্ধ হলকিশোর জগৎ এর চলার পথ। একদিকে ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য’ করে যাবার অঙ্গীকার আর অন্যদিকে ব্যক্তিগত ঋণের বোঝা —এই দোটানার মধ্যে কেটে গেল বছর পাঁচেক। ইতিমধ্যে সারা রাজ্যে শিশুকিশোরদের জন্য যথাসম্ভব সুস্থ পরিমণ্ডল গড়ে তোলার জন্য সরকারী প্রচেষ্টার সঙ্গে এগিয়ে এলেন সুস্থচেতনা সম্পন্ন কিছু মানুষ নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকেই।নতুন পরিপ্রেক্ষিতে নতুন ভাবনায় ১৯৮৫সালে ৫এপ্রিল গঠিত হল কিশোর বাহিনী। রাজ্য ব্যাপী এই নতুন উদ্যোগে সামিল হয়ে অবিভক্ত বর্ধমান জেলায়ও শিশু কিশোরদের প্রতি দায়বদ্ধ মানুষজন এগিয়ে এসে গড়ে তুললেন কিশোর বাহিনী বর্ধমান জেলা শাখা। জেলা কিশোর বাহিনীর মুখ্য সংগঠক হিসেবে ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই সাংগঠনিকভাবে চিন্তা ভাবনা শুরু হল কিশোর জগৎ এর পুনঃপ্রকাশের। এই চিন্তার বাস্তব প্রকাশ ঘটল ১৯৮৮সালে ৫এপ্রিল কিশোর বাহিনীর বর্ধমান জেলার মুখপত্র হিসেবে কিশোর জগৎ এর সাপ্তাহিক হিসেবে পুনঃপ্রকাশের মধ্য দিয়ে। নতুনভাবে সম্পাদকমন্ডলী গঠিত হল। সম্পাদক ধীরেন্দ্রনাথ সুর। সম্পাদকমন্ডলীর সদস্য গোপীকান্ত মন্ডল, রামেশ্বর যন্ডল, শ্রীনিবাস ঘোষ কেষ্ট ঘোষ,আবেদা বেগম চৌধুরী, দুলাল দাস, উৎপল পন্ডিত, সোমা গাঙ্গুলী, উত্তম দাস। কর্মাধ্যক্ষ অনুপ চ্যাটার্জী। পত্রিকার সাইজ ডাবল ক্রাউন ১/৪,৪ পৃষ্ঠা প্ৰতি কপির মূল্য ১টাকা। গ্রাহক চাঁদা বার্ষিক ২৪টাকা। ছাপা হত নিউজ প্রিন্টে। ১৯৮৮ সালের ৫এপ্রিল থেকে১৯৮৯সালের ৫এপ্রিল পর্যন্ত নিয়মিত প্রকাশিত হয় সাপ্তাহিক হিসেবে। আবার আর্থিক সংকট। তাই ১৪এপ্রিল ১৯৮৯থেকে সাপ্তাহিকের পরিবর্তে পাক্ষিক হিসেবে প্রকাশিত হয় ১৫মে১৯৯০ পর্যন্ত। তারপর আবার ৮বছরের মত বন্ধ থাকার পর ১ডিসেম্বর১৯৯৮ থেকে ১৫ জুলাই ১৯৯৯পর্যন্ত পাক্ষিক হিসেবে প্রকাশিত হয়ে বন্ধ থাকে।
এরপর আবার ২০০৪সালের ৫এপ্রিল থেকে পাক্ষিক হিসেবে নিয়মিত প্রকাশিত হয় ১ডিসেম্বর ২০১৭পর্যন্ত। ঐ ডিসেম্বরে বর্ধমান জেলা ভাগ হবার পর কিশোর
বাহিনীর সংগঠনও পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা হিসেব ভাগ হলেও দুই জেলার কিশোর বাহিনীর পরিচালক মন্ডলী যৌথ ভাবে সিদ্ধান্ত নেন যে কিশোর জগৎ দুই বর্ধমান জেলা কিশোর বাহিনীর মুখপত্র হিসেবেই অবিভক্ত কিশোর বাহিনীর অফিস জাগরী,গুডশেড রোড, তিনকোনিয়া, বৰ্ধমান ৭১৩১০১ হতেই প্রকাশিত হব। সম্পাদক ও প্রকাশক ধীরেন্দ্রনাথ সুর থাকবেন। সম্পাদকমন্ডলীর সদস্যরা দুই জেলার প্রতিনিধিরা থাকবেন। সেইসঙ্গে এও সিদ্ধান্ত হয় যে এখন থেকে কিশোর জগৎ পাক্ষিকের পরিবর্তে যাসিক হিসেবে আগের যত ডাবল ক্রাউন। ১/৮ সাইজেই প্রকাশিত হবে। জানুয়ারী— ফেব্রুয়ারী ২০১৮সম্পাদকের পারিবারক জীবনে এক মর্মান্তিক শোকাঘাত নতুন ভাবে প্রকাশে কয়েকমাস বিলম্ব হয়। শেষপর্যন্ত শিশু কিশোরদের সামনে এক দুঃসময়ে ৫এপ্রিল ২০১৮ প্রকাশিত হয় বর্ষ ৪০ ১ম সংখ্যা মাসিক কিশোর জগৎ। ১৯১৯সালের মার্চ পর্যন্ত শারদ সংখ্যা ও ডিসেম্বরে পশ্চিম বর্ধমান জেলা শিবির বিশেষ সংখ্যা নিয়ে মোট ৯টি সংখ্যা প্রকাশিত হয়।
১৯৮৮সালে কিশোর বাহিনীর মুখপত্র হিসেবে প্রকাশকালে প্রথম সম্পাদক মন্ডলীর নাম উপরে উল্লেখ করা হয়েছে। সেই তালিকায় মৃত্যু জনিত কারণে পরপর আমরা হারিয়েছি গোপীকান্ত যন্ডল,রামেশ্বর মন্ডল, দুলাল দাস এবং শ্রীনিবাস ঘোষকে। এদের স্থলাভিষিক্ত হয়েছিলেন যাঁরা তাঁদের মধ্যে অন্যকাজে ব্যস্ত থাকায় বিভিন্ন সময়ে অবসর নিয়েছেন উৎপল পন্ডিত, সোমা গাঙ্গুলি, দেবীপ্রসাদ রায়, মুন্সী মোশারফ আলি, অচিন্ত্য পাল, গৌতম মজুমদার। ২০১৯ সালে দুই জেলার সংগঠকদের সভায় সিদ্ধান্ত হয় পত্রিকা ডাবল ক্রাউন ১/৪ সাইজের পরিবর্তে ডাবল ক্রাউন ১/৮ অর্থাৎ বর বর্তমান সাইজে হবে প্রতি সাধারণ সংখ্যা ৮পৃষ্ঠা হবে এবং নিউজ প্রিন্টের পরিবর্তে হোয়াইট পেপারে ছাপা হবে। সাধারণ সংখ্যর প্রতি কপির দাম হবে ৩টাকা। ঐ সভায় সুমন দত্ত সম্পাদকমন্ডলীর সদস্য হন এবং সেচ্ছায় পত্রিকার অক্ষর বিন্যাস ও অলংকরণের গুরু দাযিত্ব নেন। অল্পদিনের মধ্যেই সুমন তার দক্ষতার পরিচয় দেন। ২০২০সালে সম্পাদকমণ্ডলী সম্পাদকের প্রস্তাব সম্মতি দিয়ে সুমন দত্তকে সহসম্পাদকের দায়িত্ব অর্পণ করেন। ঐ সভায় শরৎ বাগ, রাজীব ঘাটি, সন্তোষ বিশ্বাস, প্ৰণবেশ চ্যাটার্জী, কল্যান দে, শুভঙ্কর দে, উজ্জ্বল ঘোষ, সনাতন টুডুকে সম্পাদকমন্ডলীতে অন্তর্ভূক্ত করার প্রস্তাব গৃহীত হয়। বর্তমান সম্পাদকমন্ডলী সম্পাদক ধীরেন্দ্রনাথ সুর, সহ সম্পাদক সুমন দত্ত কোষাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষ অনুপ চ্যাটার্জী সদস্য— আবেদা বেগম চৌধুরী, প্রবোধ মন্ডল, উত্তম দাস, মোস্তাক হোসেন, শরৎ কুমার বাগ। সন্তোষ বিশ্বাস, কল্যাণ দে, রাজীব ঘাটি, শুভঙ্কর দে, সনাতন টডু, উজ্জ্বল ঘোষ আজকের ডিজিটাল মাধ্যমের ব্যাপকতার সময়ে শিশু কিশোর বই পড়ার অভ্যাস ধরে থাকার প্রচেষ্টা কঠিন কাজ জেনেও কিশোর জগৎ কিশোরদের সাহিত্য চর্চা এবং পাঠাভ্যাস রক্ষার প্রয়াস অব্যাহত রাখতে বদ্ধপরিকর। কিশোর জগৎ এর অন্যতম উপদেষ্টা প্রয়াত প্রখ্যাত ছড়াকার হরেন ঘটকের আশীষবাণীর ভাষায়—
কিশোর জগৎ ভরে উঠুক
কিশোরদের কীর্তিতে।
আসবে তারাই দীক্ষা নিতে
দল বেঁধে এই বৃত্তিতে॥
সম্পাদক
ধীরেন্দ্রনাথ সুর
সহ-সম্পাদক
সুমন দত্ত
সম্পাদকমণ্ডলী
প্রবোধ মণ্ডল, আবেদা বেগম চৌধুরী, সন্তোষ বিশ্বাস, উত্তম দাস, মুস্তাক হোসেন, শরৎ কুমার বাগ,
কল্যাণ দে, রাজীব ঘাঁটি, উজ্জ্বল ঘোষ, শুভঙ্কর দে, সুকুমার টুডু
কর্মাধ্যক্ষ
অনুপ চ্যাটার্জী
অক্ষরবিন্যাস
সুমন দত্ত
কিশোর বাহিনী, বর্ধমান জেলার পক্ষে ধীরেন্দ্রনাথ সুর কর্তৃক
সাধনা প্রেস, ১১ জে.বি.মিত্র রোড, বর্ধমান-৭১৩১০৪ হইতে মুদ্রিত
এবং গুডশেড রোড, তিনকোনিয়া, বর্ধমান - ৭১৩১০১ হইতে প্রকাশিত
email : kishorejagat.2007@rediffmail.com kishorejagat.2007@gmail.com, suman1300@gmail.com
Mob: 9434197006, 9474377506